Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

জনস্বাস্থ্য প্রকেীশলীর কার্যালয়, চিতলমারী, বাগেরহাটের

চলমান কার্যক্রম।  

এক নজরে জনস্বাস্থ্য প্রকেীশলীর কার্যালয়,

চিতলমারী, বাগেরহাট

এর সাধারণ তথ্য

জনস্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তর   থেকে পরিচালিত কার্যক্রম শুরুর সাল ১৯৮৪ ইং হইতে ২০২০-২০২১ অর্থ বছর পর্যন্ত।

সাধারণ তথ্যঃ-

০১। কার্যালয়ের নাম                           ঃ       সহকারী প্রকেীশলীর কার্যালয়, জনস্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তর,  চিতলমারী, বাগেরহাট।

০২। পদের সংখ্যা (কর্মকর্তা/কর্মচারী)       ঃ     ০৭জন কর্মরত।

০৩। লোক সংখ্যা                              ঃ       পুরুষ    =        ৭৫৪৫২  জন।

                                                              মহিলা   =        ৭০৪১০ জন।

                                                              মোট     =        ১৪৫৮৬২ জন।

০৪। ইউনিয়নের সংখ্যা                        ঃ       ০৭টি।

০৫। গ্রামের সংখ্যা                             ঃ       ১২২টি।

 

অত্র কার্যালয়ের কার্যক্রম সমুহঃ-

০১। বিনা মূল্যে পানির আর্সেনিক পরীক্ষা করা হয়।

২। নিরাপদ খাবার পানির জন্য গভীর নলকুপ, রেইন ওয়াটার হার্ভেস্টিং  সিস্টেম, পিএসএফ, সোলার পিএসএফ ও পুকুর পুনঃ খনন করা হয়।

০৩। এছাড়া রিভার্স অসমসিস ও পাইপ লাইনের মাধ্যমে ও নিরাপদ পানি সরবরাহ করা হয়।

 ০৪। উপজেলা প্রশাসনের নির্দেশনায় সরকারী কাজে সহায়তা প্রদান করা।