জনস্বাস্থ্য প্রকেীশলীর কার্যালয়, চিতলমারী, বাগেরহাটের
চলমান কার্যক্রম।
এক নজরে জনস্বাস্থ্য প্রকেীশলীর কার্যালয়,
চিতলমারী, বাগেরহাট
এর সাধারণ তথ্য
ও
জনস্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তর থেকে পরিচালিত কার্যক্রম শুরুর সাল ১৯৮৪ ইং হইতে ২০২০-২০২১ অর্থ বছর পর্যন্ত।
সাধারণ তথ্যঃ-
০১। কার্যালয়ের নাম ঃ সহকারী প্রকেীশলীর কার্যালয়, জনস্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তর, চিতলমারী, বাগেরহাট।
০২। পদের সংখ্যা (কর্মকর্তা/কর্মচারী) ঃ ০৭জন কর্মরত।
০৩। লোক সংখ্যা ঃ পুরুষ = ৭৫৪৫২ জন।
মহিলা = ৭০৪১০ জন।
মোট = ১৪৫৮৬২ জন।
০৪। ইউনিয়নের সংখ্যা ঃ ০৭টি।
০৫। গ্রামের সংখ্যা ঃ ১২২টি।
অত্র কার্যালয়ের কার্যক্রম সমুহঃ-
০১। বিনা মূল্যে পানির আর্সেনিক পরীক্ষা করা হয়।
২। নিরাপদ খাবার পানির জন্য গভীর নলকুপ, রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, পিএসএফ, সোলার পিএসএফ ও পুকুর পুনঃ খনন করা হয়।
০৩। এছাড়া রিভার্স অসমসিস ও পাইপ লাইনের মাধ্যমে ও নিরাপদ পানি সরবরাহ করা হয়।
০৪। উপজেলা প্রশাসনের নির্দেশনায় সরকারী কাজে সহায়তা প্রদান করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস